For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for বাংলা ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ.

বাংলা ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

নিচের তালিকাটি বাংলা-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

শতকরা হার অনুযায়ী ক্রম রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল বাংলা-ভাষী জনসংখ্যার শতকরা হার বাংলাভাষীর সংখ্যা[] জনসংখ্যা অনুযায়ী ক্রম
পশ্চিমবঙ্গ ৮৬.২২% ৭৮৬৯৮৮৫২, চাকমা-১৭৫, হাজং-১৩ ১ম
ত্রিপুরা ৬৫.৭৩% ২৪১৪৭৭৪, চাকমা-৮৪২৬৯, হাজং-৮ ৪র্থ
আসাম ২৮.৯২% ৯০২৪৩২৪, চাকমা-৩১৬৬, হাজং-২৭৫২১ ২য়
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২৮.৪৯% ১০৮৪৩২ ১৪তম
মিজোরাম ৯.৮৩% ১০৭৮৪০, চাকমা-৯২৮৫০, হাজং-১ ১৫তম
ঝাড়খণ্ড ৯.৭৩% ৩২১৩৪২৩, চাকমা-৩, হাজং-১ ৩য়
মেঘালয় ৭.৮৪% ২৩২৫২৫, চাকমা-১৫৯, হাজং-৪১৪১৪ ১০ম
অরুণাচল প্রদেশ ৭.২৭% ১০০৫৭৯, চাকমা-৪৭০৭৩, হাজং-২৭১১ ১৬তম
নাগাল্যান্ড ৩.৭৮% ৭৪৭৫৩, চাকমা-১৫৬, হাজং-২ ২০তম
১১ উত্তরাখণ্ড ১.৫০% ১৫০৯৩৩, চাকমা-৯ ১২তম
১২ দিল্লি ১.২৯% ২১৫৯৬০, চাকমা-১০৩, হাজং-৬ ১১তম
১৩ ওড়িশা ১.২০% ৫০৪৫৭০, চাকমা-৫, হাজং-১ ৬ষ্ঠ
১৪ সিকিম ১.১৪% ৬৯৮৬, চাকমা-২, হাজং-৫১ ৩০তম
১৫ মণিপুর ১.০৭% ৩০৬১১, চাকমা-৩১, হাজং-৭ ২৩তম
১৬ ছত্তিশগড় ০.৯৫% ২৪৩৫৯৭, চাকমা-৭, হাজং-৪ ৮ম
১৭ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ৩.০৬% ৮৩৪৮, চাকমা-৪ ৩৪তম
১৮ বিহার ০.৭৮% ৮১০৭৭১, চাকমা-১৮ ৫ম
১৯ চণ্ডীগড় ০.৫৯% ৬২৩৬, চাকমা-৫ ৩১তম
২০ গোয়া ০.৪৯% ৭০৯৯ ২৯তম
২১ লাদাখ ০.৪২% ১১৪৬ ৩৭তম
২২ মহারাষ্ট্র ০.৩৯% ৪৪২০৯০, চাকমা-৪৬, হাজং-৫ ৭ম
২৩ হরিয়ানা ০.২৮% ৭০৯৪৮, চাকমা-৭ ২১তম
২৪ লাক্ষাদ্বীপ ০.২২% ১৫০৯ ৩৫তম
২৫ জম্মু ও কাশ্মীর ০.১৫% ১৮৬৮৪, চাকমা-১২, হাজং-৪ ২৭তম
২৬ মধ্যপ্রদেশ ০.১৫% ১০৯১৮৫, চাকমা-৬ ১৩তম
২৭ কর্ণাটক ০.১৪% ৮৭৯৬৩, চাকমা-৫২, হাজং-১ ১৭তম
২৮ গুজরাত ০.১৩% ৭৯৬৪৮, হাজং-৩ ১৯তম
২৯ উত্তরপ্রদেশ ০.১২% ২৪১০০৭, চাকমা-১৮, হাজং-৮ ৯ম
৩০ রাজস্থান ০.১২% ৮১৬৫৮, চাকমা-৫৫, হাজং-১ ১৮তম
৩১ পুদুচেরি ০.১২% ১৫০৯ ৩৫তম
৩২ তেলেঙ্গানা ০.১২% ৪৪১৪৫, চাকমা-৫, হাজং-১ ২২তম
৩৩ পাঞ্জাব ০.১০% ২৭০৩০, চাকমা-৩, হাজং-৫ ২৫তম
৩৪ কেরল ০.০৯% ২৯০৬১ ২৪তম
৩৫ হিমাচল প্রদেশ ০.০৯% ৬২১৪, চাকমা-২, হাজং-৪ ৩২তম
৩৬ তামিলনাড়ু ০.০৩% ২২৯৬৯, চাকমা-৩৮ ২৬তম
৩৭ অন্ধ্রপ্রদশ ০.০৩% ১৩৬৫৯, চাকমা-২ ২৮তম
ভারত ৮.০৩% ৯৭২৩৭৬৬৯, চাকমা-২২৮২৮১(০.০১৯%), হাজং-৭১৭৬৯(০.০০৬%) দ্বিতীয় প্রচলিত ভাষা

নীচে রাজ্যভিত্তিক জেলা তালিকাতে সেই সকল জেলার উল্লেখ করা হলো যেখানে বাংলা ভাষাভাষীর সংখ্যা ওই জেলার জনসংখ্যার অন্তত ০.৫ শতাংশ।

পশ্চিমবঙ্গ

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি বাঙালি অধ্যুষিত রাজ্য, যার ৮৬.২২% লোক বাংলাভাষী৷ রাজ্যটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি ১ ও ২, রঘুনাথগঞ্জ ১ ও ২, লালগোলা, সাগরদীঘি, ভগবানগোলা ১ ও ২, রাণীনগর ১ ও ২, জলঙ্গী, ডোমকল, জিয়াগঞ্জ-মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা ১ ও ২, ভরতপুর ১ ও ২ এবং বড়ঞা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, শহীদ মাতঙ্গিনী, নন্দকুমার, মহিষাদল, ময়না, পটাশপুর ১ ও ২, ভগবানপুর ১ ও ২, চণ্ডীপুর, সুতাহাটা, হলদিয়া, নন্দীগ্রাম ১ ও ২, খেজুরি ১ ও ২, কাঁথি ১ ও ২, দেশপ্রাণ, এগরা ১ ও ২ এবং রামনগর ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির হলদিবাড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা ১ ও ২, কোচবিহার ১ ও ২, তুফানগঞ্জ ১ ও ২, দিনহাটা ১ ও ২, সিতাই এবং শীতলকুচি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটিতে করিমপুর ১ ও ২, তেহট্ট ১ ও ২, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃৃষ্ণনগর ১ ও ২, নবদ্বীপ, কৃৃষ্ণগঞ্জ, হাঁসখালি, শান্তিপুর, রাণাঘাট ১ ও ২, চাকদহ এবং হরিণঘাটা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির ঠাকুরপুকুর-মহেশতলা, বজবজ ১ ও ২, বিষ্ণুপুর ১ ও ২, সোনারপুর, ভাঙড় ১ ও ২, ক্যানিং ১ ও ২, বারুইপুর, মগরাহাট ১ ও ২, ফলতা, ডায়মন্ড হারবার ১ ও ২, কুলপি, মন্দিরবাজার, মথুরাপুর ১ ও ২, জয়নগর ১ ও ২, কুলতলি, বাসন্তি, গোসাবা, কাকদ্বীপ, সাগর, নামখানা এবং পাথরপ্রতিমা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির মুরারই ১ ও ২, নলহাটি ১ ও ২, রামপুরহাট ১ ও ২, ময়ূরেশ্বর ১ ও ২, মহম্মদবাজার, রাজনগর, সিউড়ি ১ ও ২, সাঁইথিয়া, লাভপুর, নানুর, বোলপুর-শান্তিনিকেতন, ইলামবাজার, দুবরাজপুর এবং খয়রাশোল ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির হরিশ্চন্দ্রপুর ১ ও ২, রতুয়া ১ ও ২, চাঁচল ১ ও ২, গাজোল, বামনগোলা, হবিবপুর, পুরানো মালদা, ইংরেজবাজার, মানিকচক এবং কালিয়াচক ১, ২ ও ৩ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির শালতোড়া, মেজিয়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, ইন্দপুর, বাঁকুড়া ১ ও ২, বড়জোড়া, সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস, কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, ওন্দা, তালডাংরা, সিমলাপাল, খাতড়া, হিড়বাঁধ, রাণীবাঁধ, রাইপুর এবং সারেঙ্গা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বাগদা, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, হাবরা ১ ও ২, আমডাঙা, বারাকপুর ১ ও ২, বারাসাত ১ ও ২, দেগঙ্গা, বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২, হাড়োয়া, রাজারহাট, মিনাখাঁ, সন্দেশখালি ১ ও ২, হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির গোঘাট ১ ও ২, আরামবাগ, পুরশুড়া, তারকেশ্বর, ধনিয়াখালি, পাণ্ডুয়া, বলাগড়, চুঁচুড়া-মগরা, পোলবা-দাদপুর, হরিপাল, সিঙ্গুর, শ্রীরামপুর-উত্তরপাড়া, চণ্ডীতলা ১ ও ২, জাঙ্গিপাড়া এবং খানাকুল ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বিনপুর ১ ও ২, ঝাড়গ্রাম, জামবনী, গোপীবল্লভপুর ১ ও ২, নয়াগ্রাম, সাঁকরাইল, গড়বেতা ১ ও ২, চন্দ্রকোণা ১ ও ২, দাসপুর ১ ও ২, কেশপুর, শালবনী, মেদিনীপুর , খড়গপুর ১ ও ২, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়, কেশিয়াড়ী, দাঁতন ১ ও ২ এবং মোহনপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির উদয়নারায়ণপুর, আমতা ১ ও ২,জগৎবল্লভপুর, ডোমজুড়, বালি-জগাছা, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া ১ ও ২, বাগনান ১ ও ২ এবং শ্যামপুর ১ ও ২ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির কুশমণ্ডি, গঙ্গারামপুর, বংশিহারী, হরিরামপুর, তপন, কুমারগঞ্জ, হিলি এবং বালুরঘাট ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির জয়পুর, পুরুলিয়া ১ ও ২, পাড়া, রঘুনাথপুর ১ ও ২, নেতুড়িয়া, সাঁতুড়ি, কাশীপুর, হুড়া, পুঞ্চা, আড়ষা, ঝালদা ১ ও ২, বাঘমুণ্ডি, বলরামপুর, বড়বাজার, মানবাজার ১ ও ২ এবং বান্দোয়ান ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির সালানপুর, বরবানি, জামুরিয়া, রাণীগঞ্জ, অন্ডাল, পান্ডবেশ্বর, দুর্গাপুর, কাঁকসা, আউশগ্রাম ১ ও ২, মঙ্গলকোট, কেতুগ্রাম ১ ও ২, কাটোয়া ১ ও ২, পূর্বস্থলী ১ ও ২, মন্তেশ্বর, ভাতার, গলসি ১ ও ২, বর্ধমান ১ ও ২, মেমারি ১ ও ২, কালনা ১ ও ২, জামালপুর, রাইনা ১ ও ২ এবং খণ্ডঘোষ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির করণদিঘি, গোয়ালপোখর ২, চোপড়া, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং ইটাহার ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির কুমারগ্রাম, আলিপুরদুয়ার ১ ও ২, কামাখ্যাগুড়ি, ফালাকাটা, রাজগঞ্জ, মাল, ধুপগুড়ি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির মাটিগাড়া, নাকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷ সমগ্র জেলাটি নেপালীভাষী সংখ্যাগরিষ্ঠ৷

ত্রিপুরা

[সম্পাদনা]

ত্রিপুরা ভারতের একটি বাঙালি জাতি সংখ্যাগরিষ্ঠ রাজ্য৷ রাজ্যটির আদিনিবাসীরা মুলত ত্রিপুরি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও দেশভাগের সময় ভারতে আশ্রিত বৈধ শরণার্থী, যারা প্রধানত বাঙালি, তারা রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে[]৷ ২০১১ খ্রিষ্টাব্দের জনগণনা অনুযায়ী ত্রিপুরা রাজ্যটিতে ৬৫.৭৩ শতাংশ বাঙালি বাস করেন৷ রাজ্যটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির ধর্মনগর, কুমারঘাট ও কৈলাসহর পৌরসভাসহ কদমতলা, কুমারহাট, পেচারথল, গৌরনগর ও পানিসাগর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির রাণীরবাজার, বিশালগড়, সোনামুড়া, খোয়াই, তেলিয়ামুড়া পৌরসভা ও আগরতলা পৌরনিগমসহ জিরানিয়া, ডুকলি, বিশালগড়, মেলাঘর, বক্সনগর, খোয়াই, তেলিয়ামুড়া, কল্যাণপুর কাঁঠালিয়া ও মোহনপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির শান্তিরবাজার, বেলোনিয়া, উদয়পুর, অমরপুর ও সাব্রুম পৌরসভাসহ বোকাফা, ঋষ্যমুখ, রাজনগর, মাতারবাড়ী ও কাঁকড়াবন সাতচাঁদ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির কমলপুর পৌরসভা ও আম্বাসা পৌরসভা সহ সালেমা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷ জেলাটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ হলেও একক সংখ্যাগরিষ্ঠ নয় এবং প্রায় সমসংখ্যক ত্রিপুরী ভাষাগোষ্ঠী সহাবস্থান করে৷

আসাম ভারতের উত্তর-পূর্বে(ঈশান কোণ) অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ও সরকারী ভাষা অসমীয়া হলেও বাংলা দ্বিতীয় বৃৃহত্তম প্রচলিত ভাষা, যা ২৮.৯২ শতাংশ লোকের মাতৃৃভাষা৷ এটি আসামের দক্ষিণে অবস্থিত বরাক উপত্যকা বিভাগের দাপ্তরিক ভাষা৷ জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির করিমগঞ্জ, বদরপুর, নিলামবাজার, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির হাইলাকান্দি, আলগাপুর, লালা ও কাটলীছড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির শিলচর, কাটিগোরা, উধারবন্দ, সোনাই ও লক্ষীপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বড়নগর(অংশ), কলগাছিয়া, বাঘবড়, চেঙ্গা, বরপেটা ও সারথেবাড়ী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির দলগাঁও (অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির সৃজনগ্রাম ও বিজনী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বিজনী , বাসুগাঁও ও কোকড়াঝাড়(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির লক্ষীপুর ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির গোঁসাইগাঁও(অংশ), সাপটগ্ৰাম, দক্ষিণ শালমারা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির হোজাই ও লংকা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ।

জেলাটির ভাওড়াগুড়ি, সেরফানগুড়ি ও গোলকগঞ্জ(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির মায়ং ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বড়নগর(অংশ) ও রঙ্গিয়া (অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির ঢেকীয়াজুলি(অংশ) ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির গরাইমারী, চামারিয়া ও নাগেরবেড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির ঢেকীয়াজুলি ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির তিনসুকিয়া, মাকুম, ডুমডুমা, রূপাই, কাকোপাথার অঞ্চলগুলোতে বাংলা ভাষী সংখ্যাগরিষ্ঠ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

[সম্পাদনা]

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পূর্বে বঙ্গোপসাগরে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল৷ অঞ্চলটিতে সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, যা ২৮.৪৯% লোকের মাতৃৃভাষা৷ সর্বাধিক প্রচলিত হলেও অন্যান্য অনেক ভাষাগোষ্ঠীর উপস্থিতি থাকায় বাংলা ভাষা এ অঞ্চলের একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি, বরং হিন্দিইংরাজি ভাষা এখানকার মর্যাদাপ্রাপ্ত সরকারী ভাষা৷ কেন্দ্রশাসিত অঞ্চলটির জেলা অনুযায়ী বাংলাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির ডিগলীপুর, মায়াবন্দর ও রঙ্গত ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির ফেরারগঞ্জক্ষুদ্র আন্দামান ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

মিজোরাম

[সম্পাদনা]

মিজোরাম উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ভাষা হলো মিজো ভাষা৷ রাজ্যটির জনসংখ্যার ৯.৮৩% বাঙালি হলেও তাদের মধ্যে সিংহভাগই চাকমা উপজাতিভুক্ত৷ মিজোরামে জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির চংতে ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ যার অধিকাংশই চাকমা জনগোষ্ঠীর৷

জেলাটির পশ্চিম বুঙ্ঘমুন ও লুংসেন ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ যার অধিকাংশই চাকমা জনগোষ্ঠীর৷

অধিকাংশ বাঙালি চাকমা জনগোষ্ঠীর৷

ঝাড়খণ্ড

[সম্পাদনা]

ঝাড়খণ্ড পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটি পশ্চিমবঙ্গের সাথে অন্তর্দেশীয়ভাবে সর্বাধিক সীমানা ভাগ করে৷ রাজ্যটি হিন্দিভাষী প্রধান হলেও স্থানীয় ভাষা যেমন সাদরি, কুরমালী, খোরঠা প্রভৃতি হিন্দির উপজাতিক উপভাষা হিসাবে পরিগণিত হয়৷ স্বাধীনতা-পরবর্তী বাংলা-বিহার অমিমাংসিত ভুমিবণ্টনের দরুণ জন্মলগ্ন থেকেই ঝাড়খণ্ডের পূর্বাংশ বাঙালিবহুল৷[] রাজ্যটির ৯.৭৩% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির চাণ্ডিল, ইচাগড়, কুকড়ু, নিমডি, গামহারিয়া ও সরাইকেল্লা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির পাকুড় ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বড়াম, পটমদা, ঘাটশিলা, পোটকা, ধলভূমগড়, চাকুলিয়া ও বাহারাগোড়া ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির নালা ও কুণ্ডহিত ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির পাথনা, উধুয়া ও রাজমহল ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির বালিয়াপুর ও নিরশা-চিরকুণ্ডা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

জেলাটির চন্দনকিয়ারী ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

মেঘালয়

[সম্পাদনা]

মেঘালয় উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটি বহুভাষিক হলেও মুলত খাসি, গারোজয়ন্তিয়া (বা প্নার) ভাষাভাষীর লোক দেখতে পাওয়া যায়৷ রাজ্যটিতে ৭.৮৪% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

জেলাটির সেলসেলা ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

অরুণাচল প্রদেশ

[সম্পাদনা]

অরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ রাজ্যটি বহুভাষিক৷ রাজ্যটিতে ৭.২৭% লোকের মাতৃভাষা বাংলা হলেও তাদের মধ্যে সিংহভাগই চাকমা উপজাতিভুক্ত৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

জেলাটির মিয়াউ ও দিয়ুঁ ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

নাগাল্যান্ড

[সম্পাদনা]

নাগাল্যান্ড উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ এটি একটি জনজাতি অধ্যুষিত বহুভাষিক রাজ্য৷ রাজ্যটিতে ৩.৭৮% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

জেলাটির নিহোখু ও ডিমাপুর সদর ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

উত্তরাখণ্ড

[সম্পাদনা]

উত্তরাখণ্ড উত্তর ভারতে অবস্থিত হিমালয় পর্বতসঙ্কুল একটি রাজ্য৷ রাজ্যটির প্রচলিত দুটি প্রধান ভাষা হলো গাড়োয়ালী ভাষাকুমায়ূনী ভাষা এবং হিন্দি ভাষা রাজ্যটির সরকারী ও সংযোগী ভাষা৷ রাজ্যটিতে ১.৫০% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

দিল্লি

[সম্পাদনা]

(২০১১ তে দিল্লির ৯ টি জেলার তথ্যের ওপর নির্ধারিত)

দিল্লি উত্তর ভারতে অবস্থিত ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় রাজধানী অঞ্চল। এটির প্রধান ও সরকারী ভাষা হিন্দি ও সহ সরকারী ভাষা ইংরেজি৷ জাতীয় রাজধানী অঞ্চলে ১.২৯% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

  • ১) দক্ষিণ দিল্লি জেলা - ৬৭৯০৫(২.৪৯%)
  • ২) নতুন দিল্লি জেলা - ৩৩০৭(২.৩৩%)
  • ৩) পূর্ব দিল্লি জেলা - ২৯৭০৬(১.৭৪%)
  • ৪) দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা - ৩৯১৪২(১.৭১%)
  • ৫) কেন্দ্রীয় দিল্লি জেলা - ৭৪১০(১.২৭%)
  • ৬) উত্তর পশ্চিম দিল্লি জেলা - ৩২৩৫৩(০.৮৯%)
  • ৭) উত্তর পূর্ব দিল্লি জেলা - ১৫২২৪(০.৬৮%)
  • ৮) পশ্চিম দিল্লি জেলা - ১৬৬৭৫(০.৬৬%)
  • ৯) উত্তর দিল্লি জেলা - ৪২৩৮(০.৪৮%)

ওড়িশা

[সম্পাদনা]

ওড়িশা বা উড়িষ্যা পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির মুখ্য ও সরকারী ভাষা ওড়িয়া৷ রাজ্যটিতে ১.২০% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির কালিমেলা ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

সিকিম

[সম্পাদনা]

সিকিম উত্তর-পূর্ব ভারতের হিমালয় পর্বতসংকুল একটি রাজ্য৷ রাজ্যটি প্রধান ভাষা নেপালি হলেও সেখানে একাধিক পাহাড়ি জনজাতির বাস৷ রাজ্যটিতে ১.১৪% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

মণিপুর

[সম্পাদনা]

মণিপুর উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য৷ এটি একটি মৈতৈ জনগোষ্ঠী অধ্যুষিত রাজ্য হলেও একাধিক অন্যান্য ভাষাভাষীর বাস এই জেলাতে৷ রাজ্যটিতে ১.০৭% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

এই জেলার জিরিবাম ব্লকে বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

ছত্তিশগড়

[সম্পাদনা]

ছত্তিশগড় মধ্য ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটির প্রধান ভাষা ছত্তিশগড়ি, তাছাড়া সরগুজিয়াগোণ্ডি ভাষাও প্রচলিত এবং দাপ্তরিক ভাষা হিন্দি৷ রাজ্যটিতে ০.৯৫% লোকের মাতৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

জেলাটির পখাঞ্জুর ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ

[সম্পাদনা]

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পশ্চিম ভারতে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর সরকারি ভাষা হিন্দি, গুজরাটিমারাঠি৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

  1. দমন জেলা - ৫১৬৩ (২.৭০%)
  2. দাদরা ও নগর হাভেলি জেলা - ০.৯১%

বিহার

[সম্পাদনা]

বিহার পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য৷ রাজ্যটি একাধিক বৃৃহৎ ভাষার সমন্বয়ে গঠিত, তারমধ্যে মৈথিলী ভাষা, সুরজাপুরী ভাষা, ভোজপুরি ভাষা, মাগধী ভাষা, অঙ্গিকা ভাষা ইত্যাদি উল্লেখ্য৷ মৈথিলীরহিত অন্যান্য ভাষাগুলি হিন্দুস্তানী ভাষার অন্তর্ভুক্ত করে রাজ্যটির সরকারী ভাষা হিসাবে হিন্দি কে প্রতিষ্ঠিত করা হয়৷ রাজ্যটির ০.৭৮% লোকের মাতৃৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর গণনা নিম্নরূপ -

জেলাটির আমদাবাদ ব্লকে বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ৷

চণ্ডীগড়

[সম্পাদনা]

চণ্ডীগড় উত্তর ভারতের পাঞ্জাবহরিয়ানার মধ্যবর্তী একটি বিশেষ অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চল৷ অঞ্চলটির সরকারী ভাষা ইংরাজী৷ হিন্দি এখানকার সর্বাধিক প্রচলিত ভাষা ও পাঞ্জাবি ভাষা দ্বিতীয়৷ অঞ্চলটির ০.৫৯% লোকের মাতৃভাষা বাংলা৷

গোয়া

[সম্পাদনা]

গোয়া ভারতের পশ্চিমে অবস্থিত একটি ছোট রাজ্য৷ রাজ্যটির সর্বাধিক প্রচলিত ও সরকারী ভাষাটি হলো কোঙ্কণী৷ রাজ্যটিতে ০.৪৯% লোকের মাতৃৃভাষা বাংলা৷ জেলা অনুযায়ী বাংলা ভাষাভাষীর সংখ্যা নিম্নরূপ -

অন্যান্য

[সম্পাদনা]

এই তালিকায় কেবলমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া হয়েছে যেখানকার জনসংখ্যার কমপক্ষে ১% মানুষ বাংলা-ভাষী।[]

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল বাংলা-ভাষী জনসংখ্যার শতকরা হার জনসংখ্যা
পশ্চিমবঙ্গ ৮৫.৩৪% ৬,৮৩,৬৯,২৫৫
ত্রিপুরা ৬৭.৩৫% ২১,৪৭,৯৯৪
অসম ২৭.৯১% ৭৩,৪৩,৩৩৮
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২৫.৯৫% ৯১,৫৮২
ঝাড়খণ্ড ৯.৬৯% ২৬,০৭,৬০১
অরুণাচল প্রদেশ ৯.৪% ৯৭,১৪৯
মিজোরাম ৯.১৮% ৮০,৩৮৯
মেঘালয় ৮.০৪% ১,৮৫,৬৯২
নাগাল্যান্ড ৩.২৬% ৫৮,৮৯০
দিল্লি ১.৫১% ২,০৮,৪১৪
উত্তরাখণ্ড ১.৪৫% ১,২৩,১৯০
ওড়িশা ১.৩৪% ৪,৯০,৮৫৭
মণিপুর ১.৩% ২৭,১০০
সিক্কিম ১.১৮% ৬,৩২০
দমন ও দিউ ১.১৬% ১,৮১০
ছত্তীসগঢ় ১% ২,০৮,৬৬৯
জম্মু ও কাশ্মীর ১৪,৪১৬
হিমাচল প্রদেশ ৪,৭৭২
পাঞ্জাব ২০,৬৫৫
চণ্ডীগড় ৫,৪৯১
হরিয়ানা ৩৯,১৯৯
রাজস্থান ৫৪,১৭২
উত্তরপ্রদেশ ১,৮১,৬৩৪
বিহার ৪,৪৩,৪২৬
মধ্যপ্রদেশ ১,০৫,৩৯৯
গুজরাত ৪০,৭৮০
দাদরা ও নগর হাভেলি ১,৩৮২
মহারাষ্ট্র ৩,১০,১৩৭
অন্ধ্রপ্রদেশ ৪১,২৯৩
কর্ণাটক ৪১,২৫৬
গোয়া ৪,১১১
লক্ষদ্বীপ ২৪
কেরল ৩,৩৮৭
তামিলনাড়ু ৮,৮০৫
পুদুচেরি ১,১৮০
ভারত ৮.২% ৮,৩৩,৬৯,৭৬৯

পাদটীকা

[সম্পাদনা]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
বাংলা ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?