For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for মিঠাপুকুর উপজেলা.

মিঠাপুকুর উপজেলা

মিঠাপুকুর
উপজেলা
মানচিত্রে মিঠাপুকুর উপজেলা
মানচিত্রে মিঠাপুকুর উপজেলা
স্থানাঙ্ক: ২৫°৩২′১৫″ উত্তর ৮৯°১৭′১২″ পূর্ব / ২৫.৫৩৭৫০° উত্তর ৮৯.২৮৬৬৭° পূর্ব / 25.53750; 89.28667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
আয়তন
 • মোট৫১৫.৬২ বর্গকিমি (১৯৯.০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,২৭,৪৫৭
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৮৫ ৫৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মিঠাপুকুর থানা সৃষ্টি হয় ১৮৮৫ সালে।[][] এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

মিঠাপুকুর উপজেলা আয়তন ৫১৫.৬২ বর্গ কি.মি.। এর উত্তরে রংপুর সদর উপজেলাপীরগাছা উপজেলা, দক্ষিণে পীরগঞ্জ উপজেলাসাদুল্লাপুর উপজেলা, পূর্বে পীরগাছা উপজেলাগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ উপজেলাদিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা। এখানকার প্রধান নদীঃ যমুনেশ্বরী নদী, ঘাঘট নদী, আখিরা নদী। মূল উপজেলা শহরটি ৫টি মৌজা নিয়ে গঠিত; যার আয়তন ৬.৩৬ বর্গ কি.মি.।[][]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

এখানেঃ ইউনিয়ন - ১৭টি, মৌজা - ৩১০টি, গ্রাম - ৩১৩টি, ওয়ার্ড -১৫৩ টি।[][]

  1. ১৭ নং ইমাদপুর ইউনিয়ন
  2. ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন
  3. ১ নং খোড়াগাছ ইউনিয়ন
  4. ১৩ নং গোপালপুর ইউনিয়ন
  5. ৮ নং চেংমারী ইউনিয়ন
  6. ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন
  7. ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন
  8. ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন
  9. ১১ নং বড়বালা ইউনিয়ন
  10. ৫ নং বালারহাট ইউনিয়ন
  11. ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন
  12. ৪ নং ভাংনী ইউনিয়ন
  13. ৯ নং ময়েনপুর ইউনিয়ন
  14. ১২ নং মিলনপুর ইউনিয়ন
  15. ১৬ নং মির্জাপুর ইউনিয়ন
  16. ২ নং রাণীপুকুর ইউনিয়ন
  17. ৭ নং লতিফপুর ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

জনসংখ্যা ৫২৭৪৫৭; পুরুষ ৫২.৬৪%, মহিলা ৪৭.৩৬% । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. ১৫০০।

সীমানা পরিচিতি

[সম্পাদনা]

ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মিঠাপুকুর বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে অবস্থিত মৌজা- কাশীপুর -২৫৩, কৃষ্ণপুর -১২২, খঃনং-৭,৮,১২,১৬,দাগ নং-১২৭,১২৮/১২৬=১৩.৯৪ একর এবং ২৩৩,১৫৪=০.৭২ মোট জমি ১৪৬৬একর।

যোগাযোগ

[সম্পাদনা]

(ক) জেলা সদর হতে উপজেলা সদরের দূরত্বঃ ২৪ কি.মি., বাস ও রিক্সা (সড়ক পথে)। (খ) ইউনিয়নের নাম, উপজেলা হতে দূরত্বঃ

০১। খোড়াগাছ,২৫কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইেকল ও বাই সাইকেল যোগে। (পাকা রাস্তা) ০২। রাণীপুকুর,২০কি.মি. ঐ ০৩। পায়রাবন্দ,১২কি.মি. বাস, ট্রাক,মটর সাইকেল, রিক্সা,ভ্যান,ও বাই সাইকেল ইত্যূর্ণ পাকা রাস্তা)। ৪।ভাংনী,২৫কি.মি. ঐ ০৫। বালারহাট,২০কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইকেল ও বাই সাইকেল যোগে। ০৬। কাফ্রিখাল,১৫কি.মি. ঐ ০৭। লতিবপুর,০৭কি.মি. ঐ ০৮। চেংমারী,০৯কি.মি. ঐ ০৯। ময়েনপুর,১৩কি.মি. ঐ ১০। বালুয়ামাসিমপুর,১৯কি.মি. ঐ এবং বাস যোগে ১১। বড়বালা,২২কি.মি. ঐ ১২। মিলনপুর,২৬কি.মি. ১৩। গোপালপুর,০৯কি.মি. ঐ ১৪। দূর্গাপুর,০৪কি.মি. ঐ ১৫। বড় হযরতপুর,০৮কি.মি. ঐ ১৬। মির্জাপুর,১২কি.মি. ঐ ১৭। ইমাদপুর,১৮কি.মি. ঐ

পেশা অনুযায়ী জনসংখ্যা বন্টন

[সম্পাদনা]

(ক) কৃষিজীবী:২৪৮৬২২ জন (খ) কৃষি শ্রমিক:১২৪১৪৭ জন (গ) অকৃষিজীবী:৪৮৯০৩ জন (ঘ) চাকুরীজীবী:৩৯৭০৯ জন (ঙ) ব্যবসায়ী:৬২৪০১ জন (চ) অন্যান্য:৫৬৭৫ জন

বসবাসরত উপজাতি

[সম্পাদনা]

উপজাতীর নাম (উপজেলার লোক সংখ্যার কত ভাগ): (ক)সাঁওতাল (মুরমু,মারডী,কিস্কু,সরেন,হেমরন,চোর, বাস্ক,হাসদা,টুডু): ৩২৫১ জন। (খ) উড়াও (খালকো, টপ্য,মিনজি,তিগ্যা,লাকড়া,মাহালী,কুজুর,ধানায়ার বাকলা,তির্কী,এককা,কেরকাটা,বেক,কিসপট্রা, খেশ,গিধী, খাঁ, খা, বাড়া,লিডুয়ার:১২,২৬৫ জন। (গ) মুন্ডা: ১৫০২ জন। মোট : ১৭,০১৮ জন। উপজেলার মোট লোক সংখ্যার ৩%।


বিশেষ তথ্য

[সম্পাদনা]
  • থানার সংখ্যা : ১ টি, মিঠাপুকুর থানা।
  • পুলিশ ফাঁড়ির সংখ্যা : ১টি, বৈরাতীহাট পুলিশ অভিযোগ তদন্ত কেন্দ্র।
  • ইউনিয়নের সংখ্যা : ১৭টি।
  • মৌজার সংখ্যা : ৩১০টি।
  • ফায়ার স্টেশনের সংখ্যা : ১ টি।

মসজিদ-মন্দিরের সংখ্যা

[সম্পাদনা]

(ক)মসজিদ : ৮৬০টি (খ)মন্দির: ১৪০টি।

ডাকবাংলা

[সম্পাদনা]

মিঠাপুকুর উপজেলায় ডাকবাংলা ২টি। মিঠাপুকুর উপজেলা সদরে একটি, অপরটি পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে অবস্থিত।

খাদ্য সঞ্চয় সংক্রান্ত

[সম্পাদনা]

খাদ্য ও গুদামের সংখ্যা:৩ টি, ধারনক্ষমতা-সাধারন:১৫০০ মেঃটন, সর্বোচ্চ:১৯৫০ মেঃটন।

বিদ্যুৎ সংক্রান্ত

[সম্পাদনা]

বিদ্যুতের চাহিদার পরিমান : ১৩মেঃওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছেঃ ৫/৬ মেঃওয়াট, মোট গ্রামের সংখ্যাঃ ২৯৯টি, বিদ্যুতায়িত গ্রামের সংখ্যাঃ ২১৫টি, প্রক্রিয়াধীনঃ ৮৪টি।

কৃষি সংক্রান্ত

[সম্পাদনা]

প্রধান প্রধান ফসল : ধান,পাট, ভুট্টা,আখ,আলু,বিভিন্ন প্রকার সবজি

শিক্ষা সংক্রান্ত

[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠানঃ (ক)প্রাথমিক বিদ্যালয়ঃ ২৬৮ টি। (খ)নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ২০ টি। (গ)মাধ্যমিক বিদ্যালয়ঃ ৮৫ টি। (ঘ)মাদ্রাসাঃ৫২ টি। (ঙ)কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ঃ ৫ টি। (চ)কিন্ডার গার্ডেনঃ ৪০ টি। (ছ)ইবতেদায়ী মাদ্রাসাঃ ৫০ টি। (জ)ব্রাক প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৯ টি। (ঝ)কলেজঃ ১৬ টি।[][]

শিক্ষা

[সম্পাদনা]

মিঠাপুকুরে কয়েকটি ডিগ্রী কলেজ সহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

  • কলেজ
  1. পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়
  2. জায়গীর উচ্চ বিদ্যালয় ও কলেজ
  3. মিঠাপুকুর মহাবিদ্যালয়
  4. শঠিবাড়ি মহাবিদ্যালয়
  5. রানীপুকুর উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়
  6. পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ
  7. আখিরাহাট মহাবিদ্যালয়
  8. শুকুরেরহাট কলেজ
  9. ছড়ান কলেজ
  10. বৈরাতি মহাবিদ্যালয়
  11. মির্জাপুর বছির উদ্দিন মহাবিদ্যালয়
  12. বালারহাট মহাবিদ্যালয়
  13. বালারহাট আদর্শ মহাবিদ্যালয়
  14. হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়
  15. সেরুডাঙ্গা স্কুল এন্ড কলেজ।
  16. মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়।
  • কিন্ডার গার্ডেন
  1. ফকিরবাড়ি পাঠশালা
  2. ফারুক সালার স্কুল
  3. সাফি সালার মডেল স্কুল।
  • 'উচ্চ বিদ্যালয় সমুহ
  1. আইডিয়াল পাবলিক স্কুল
  2. আখিরাহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়
  3. আদর্শ উচ্চ বিদ্যালয় মিঠাপুকুর
  4. আরিফপুর জুনিয়র স্কুল
  5. আল-ফারুক ইনস্টিটিউট (হাই স্কুল)
  6. ইমাদপুর পপছিম পাড়া উচ্চ বিদ্যালয়
  7. এমাদপুর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়
  8. ওভিরামপুর জুনিয়র হাই স্কুল
  9. কাশিমপুর জুনিয়র স্কুল
  10. কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয়
  11. কেশবপুর উচ্চ বিদ্যালয়
  12. খোড়াগাছ এম এল উচ্চ বিদ্যালয়
  13. খোরদাশান টিপুর জুনিয়র স্কুল
  14. গিরাই উচ্চ বিদ্যালয়
  15. গোপাল পুর উচ্চ বিদ্যালয়
  16. গোপালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয়
  17. চকবাজার জুনিয়র স্কুল
  18. চাদপাড়া নুরানী জুনিয়র স্কুল
  19. চুহার উচ্চ বিদ্যালয়
  20. জানকিপুর উচ্চ বিদ্যালয়
  21. জামাল পুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয়
  22. জায়গির হাই স্কুল অ্যান্ড কলেজ
  23. জারুল্লাপুর উচ্চ বিদ্যালয়
  24. জারুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  25. জালাল গঞ্জ উচ্চ বিদ্যালয়
  26. টাঙ্কা গার্লস দ্বি পাশ্বর্ীয় উচ্চ বিদ্যালয়
  27. ঠাকুর বাড়ি বালিকা বিদ্যালয়
  28. তালিমগঞ্জ জুনিয়র হাই স্কুল
  29. দুর্গাপুর উচ্চ বিদ্যালয়
  30. দূর্গামতি জুনিয়র গার্লস স্কুল
  31. ধাপ বাগশোরী জুনিয়র স্কুল
  32. নাতিবপুর বি.এল.উচ্চ বিদ্যালয়
  33. নানকর বালিকা উচ্চ বিদ্যালয়
  34. নানকার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়
  35. নিধিরামপুর জুনিয়র গার্লস স্কুল
  36. নিশ্চিন্তপুর সামিউন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়
  37. নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  38. পদগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
  39. পদ্মপুকুর উচ্চ বিদ্যালয়
  40. পাইকান উচ্চ বিদ্যালয়
  41. পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়
  42. পায়রাবন্ড বি আর এম বালিকা উচ্চ বিদ্যালয়
  43. পায়রাহাট জুনিয়র হাই স্কুল
  44. ফকিরহাট পাবলিক হাই স্কুল
  45. ফরিদপুর উচ্চ বিদ্যালয়
  46. ফর্মুদার পাড়া জুনিয়র স্কুল
  47. বান্দর পাড়া জুনিয়র স্কুল
  48. বালার হাট মডেল জুনিয়র স্কুল
  49. বালারহাট উচ্চ বিদ্যালয়
  50. বালুয়া জুনিয়র গার্লস হাই স্কুল
  51. বিরহীমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
  52. বুজরুক এস এ হাই স্কুল
  53. বুজরুক তাজপুর আবরশা উচ্চ বিদ্যালয়
  54. বুজরুক মহোদীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  55. বুড়াইল আদর্শ জুনিয়র স্কুল বৈরাটি বিএল হাই স্কুল
  56. বেতগাড়া জুনিয়র স্কুল
  57. বৈরাটি জুনিয়র গার্লস স্কুল আধারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়
  58. ভক্তিপুর উচ্চ বিদ্যালয়
  59. ভগবতীপুর উচ্চ বিদ্যালয়
  60. ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়
  61. ময়েনপুর উচ্চ বিদ্যালয়
  62. ময়েনপুর কদমতলা বিএল উচ্চ বিদ্যালয়
  63. মলং জুনিয়র গার্লস হাই স্কুল
  64. মহিয়াপুর জুনিয়র হাই স্কুল
  65. মাথেরপুর জুনিয়র স্কুল
  66. মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়
  67. মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়
  68. মিয়ারহাট আইডিয়াল জুনিয়র হাই স্কুল
  69. মির্জাপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ
  70. মির্জাপুর উচ্চ বিদ্যালয়
  71. মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  72. মুরাদ দর্পা নারায়ণ পুর জুনিয়র স্কুল
  73. মুরাদপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়
  74. মৌলভী গঞ্জ উচ্চ বিদ্যালয়
  75. রসুল পুর জুনিয়র স্কুল
  76. রহমতপুর জুনিয়র গার্লস স্কুল
  77. রাতিয়া উচ্চ বিদ্যালয়
  78. রাধা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়
  79. রানীপুকুর হাই স্কুল অ্যান্ড কলেজ
  80. রামনাথের পাড়া জুনিয়র হাই স্কুল
  81. রূপসী উচ্চ বিদ্যালয়
  82. শাল মারা উচ্চ বিদ্যালয়
  83. শালতীরহাট বিএল হাই স্কুল
  84. শাহ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়
  85. শীতল গড়ি উচ্চ বিদ্যালয়
  86. শুকুরের হাট উচ্চ বিদ্যালয়
  87. শেরপুর উচ্চ বিদ্যালয়
  88. শেরুডাঙ্গা আদর্শ জুনিয়র গার্লস হাই স্কুল
  89. শেরুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ
  90. ষঠিবাড়ী এম এল উচ্চ বিদ্যালয়
  91. সরণ বি/এল উচ্চ বিদ্যালয়
  92. সলিপুর উচ্চ বিদ্যালয়
  93. সহিদ জিয়া সরণ বালিকা উচ্চ বিদ্যালয়
  94. সাইফুর ইংলিশ স্কুল
  95. সাতানী রাঘবন্দ্রপুর উচ্চ বিদ্যালয়
  96. সাথীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়
  97. সামিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
  98. হুলাশুগঞ্জ বিএল উচ্চ বিদ্যালয়
  99. আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা সমুহঃ

  • ফাযিল মাদ্রাসা
  1. ইমাদপুর এফ ইউ ফাযিল মাদ্রাসা
  2. গুটিবাড়ী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা
  3. বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাযিল মাদ্রাসা
  4. ভাংনী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা
  5. মির্জাপুর কাদেরীয়া ফাযিল মাদ্রাসা
  • আলিম মাদ্রাসা
  1. সুকুরেরহাট ইসলামিয়া দ্বিপাক্ষিক আলিম মাদ্রাসা
  2. বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসা
  3. ছারান বাহরুল উলুম আলিম মাদ্রাসা
  4. মুরাদপুর রাজ্জাকিয়া আলিম মাদ্রাসা
  5. সাথী বাড়ী ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা
  • দাখিল মাদ্রাসা
  1. আলীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  2. এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  3. কাগজীপাড়া আশরাফিয়া দাখিল মাদ্রাসা
  4. কুমোরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা
  5. কেশবপুর নেজামিয়া দাখিল মাদ্রাসা
  6. খোরদাকোমারপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা
  7. চরন আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা
  8. চাঁদনী চাঁদপুর দাখিল মাদ্রাসা
  9. ছাতরা আহমদিয়া দাখিল মাদ্রাসা
  10. জয়ন্তীপুর পিরোস্থান দাখিল মাদ্রাসা
  11. জাফরপুর দাখিল মাদ্রাসা
  12. জায়গীর হাট ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা
  13. জোড়গাস মঈনপুর দাখিল মাদ্রাসা
  14. তরফশাদী খায়রুল উলুম দাখিল মাদ্রাসা
  15. ধাপ শামপুর কেএসডি মাদ্রাসা
  16. নয়নপুর দাখিল মাদ্রাসা
  17. নানকোর দাখিল মাদ্রাসা
  18. নিধিরামপুর বালিকা দাখিল মাদ্রাসা
  19. পাগলার হাট দাখিল মাদ্রাসা
  20. পাচারহাট দাখিল মাদ্রাসা
  21. পায়রাবন্দ এস দাখিল মাদ্রাসা
  22. ফরিদপুর আবদুল্লাহ দাখিল মাদ্রাসা
  23. ফরিদপুর মোল্লাপাড়া আমিনিয়া দাখিল মাদ্রাসা
  24. বড় হাজারতপুর দাখিল মাদ্রাসা
  25. বাতাসন ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  26. বৈরাতি রহমানিয়া দাখিল মাদ্রাসা
  27. ভক্তিপুর মাহবুবিয়া দাখিল মাদ্রাসা
  28. মাজগ্রাম দারুল হুদা দাখিল মাদ্রাসা
  29. মাদারপুর ই.এ. দাখিল মাদ্রাসা
  30. মিঠাপুকুর দাখিল মাদ্রাসা
  31. মিলনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা
  32. মুছাপুর দাখিল মাদ্রাসা
  33. মোলং শিহাব সাইরাজ দাখিল মাদ্রাসা
  34. যাদবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  35. রামরায়ের পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  36. রূপসী চেতনাগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা
  37. রোকানীগঞ্জ আহয়া উল উলুম দাখিল মাদ্রাসা
  38. লস্করপুর আশকিয়া দাখিল মাদ্রাসা
  39. শাদুল্লাপুর বাহারুল উলুম দাখিল মাদ্রাসা
  40. শালতী পাড়া পীরস্থান দাখিল মাদ্রাসা
  41. শেরুডাঙ্গা দারুল উলুম দাখিল মাদ্রাসা
  42. হুলশু গঞ্জ রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা
  • প্রাথমিক বিদ্যালয় সমুহঃ' '

'

  1. পাগলারহাট মঙ্গুশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. আকবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
  • শিশু নিকেতনঃ বেগম রোকেয়া শিশু নিকেতন,*ক্যারিয়ার ওয়ার্ল্ড স্কুল * শঠিবাড়ী শিশু নিকেতন, আল মদিনা শিশু নিকেতন, জি এম ক্রিয়েটিভ স্কুল,মিলেনিয়াম ষ্টার শিশু নিকেতন, কাজী নজরুল বিদ্যা পীঠ, গোল্ডন সান শিশু নিকেতন, অর্কিড মাল্টিমিডিয়া ইত্যাদি শিক্ষায় প্রধান ভূমিকা পালন করছে।



শিক্ষাঃ





[][]

ফুলচৌকি মসজিদ

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

কৃতী ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  • বেগম রোকেয়া- (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
  • ড. রাশিদ আসকারী- বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলা-ইংরেজি লেখক, প্রাবন্ধিক, কলামিস্ট, অনুবাদক, মিডিয়া ব্যাক্তিত্ব ও ১২তম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
  • এইচ এন আশিকুর রহমান- সাংসদ
  • মোঃ জাকির হোসেন সরকার- সাংসদ।

বিখ্যাত বস্তুসমূহ

[সম্পাদনা]
  • হাড়িভাঙ্গা আম - বিশ্ব বিখ্যাত হাড়িভাঙ্গা আমের উৎপত্তি এ উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। এ আম অনেক সুস্বাদু। বর্তমানে এটি রংপুরের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মিঠাপুকুর উপজেলা"mithapukur.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৫ 
  2. "মিঠাপুকুর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
মিঠাপুকুর উপজেলা
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?